হঠাৎই যে কারনে বন্ধ হয়েগেলো বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ

 হঠাৎই যে কারনে বন্ধ হয়েগেলো বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ



তাসকিন আহমেদের প্রথম ওভারে দুই চার মেরে শুরু করেছিলেন ফখর জামান। তবে উইকেট থেকে সহায়তা পাওয়ায় সুইং পাচ্ছিলেন শরিফুল ইসলাম। 


বাঁহাতি এই পেসারকে খেলতে তাই খানিকটা বেগই পেতে হচ্ছিলো ফখর ও ইমাম উল হককে। চতুর্থ ওভারে উইকেটের দেখা পেতে পারত বাংলাদেশ।


 শরিফুলের অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ফখর। তবে একটু সামনে ঝুঁকে সেটা লুফে নিতে পারেননি নাইম শেখ। 


তাতে করে প্রথম ৫ ওভারে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এক পাশের ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় আপাতত খেলা বন্ধ আছে।



Previous Post Next Post