আসন্ন বিপিএলে সরাসরি চুক্তিতে দলে পেলেন বাবর আজম

আসন্ন বিপিএল সরাসরি চুক্তিতে দলে পেলেন বাবর আজম



বিপিএলের আসন্ন আসরের জন্য সরাসরি চুক্তিতে এক ঝাক দেশি - বিদেশি ক্রিকেটারকে দলে ভিরাচ্ছেন রংপুর রাইডার্স । 


ইতোমধ্যে সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কে। 


এছাড়াও তারা দলে ধরে রেখেছে দেশের উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান, শেখ মেহেদী এবং তরুন পেসার হাসান মাহমুদ কে। 


এবার সরাসরি চুক্তিতে পাকিস্তানের ব্যাটিং স্টার বাবর আজম কে দলে ভিড়াচ্ছে রংপুরের এই ফ্র্যাঞ্চাইজিটি। 


তবে এখন ফ্র্যাঞ্চাইজিটি থেকে অফিসিয়ালই ঘোষণা না আসলেও খুব তারাতা‌ড়িই অফিসিয়াল ভাবে ঘোষণা দিবে রংপুর রাইডার্স

Previous Post Next Post