দল থেকে রিয়াদকে বাদ দেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন আকরাম খান

দল থেকে রিয়াদকে বাদ দেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন আকরাম খান
চলতি এশিয়ার স্কোয়াডে সুযোগ হয়নি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের। তবে কেন বাদ পরলো? মাহমুদউল্লাহ রিয়াদ কে বাদ দেওয়ার যুক্তিক কোন কারণ দেখাতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে এবার অভিজ্ঞ রিয়াদকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন সাবেক অধিনায়ক আকরাম খান। 

 আকরাম খান বলেন, সিনিয়র প্লেয়ার যদি ফিট থাকে তবে নেওয়া উচিত। বড় দলগুলো দুই বছর আগে থেকেই দল গুছাতে থাকে। রিয়াদ তো দুই মাস আগেও দলে ছিলো। ওর ডিসিশনটা আরও আগে দেওয়া উচিত ছিলো। রিয়াদ পরিকল্পনাতে নাই সেটা আগেই জানানো উচিত ছিলো।

 এশিয়া কাপে রিয়াদের জায়গায় নতুনদের ব্যাটিং ব্যার্থতা প্রসঙ্গে আকরাম খান বলেন, আপনি যদি রিয়াদকে নাই নিতেন তাহলে তার যায়গায় সুযোগ দেওয়া প্লেয়ারদের আরও আগে সুযোগ দিয়ে তৈরি করে নিতেন। এখন এদেরকেও তৈরি করা হয়নি আবার রিয়াদকেও সুযোগ দেওয়া হচ্ছে না।
Previous Post Next Post