নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ

 নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


দলে নেই বিশ্বকাপের বিবেচনায় থাকা বেশিরভাগ ক্রিকেটার। এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, 


শরিফুল ইসলামদের মতো ক্রিকেটারদের। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দীর্ঘদিন বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার।


এই সিরিজ দিয়ে ফিরছেন ওপেনার তামিম ইকবালও।​ গত আফগানিস্তান সিরিজ থেকেই পিঠের চোটে ভুগছেন তিনি। 


এরপর ইংল্যান্ডে চিকিৎসা নেয়ার পর পুনর্বাসন চালিয়ে গেছেন এই ওপেনার। খেলতে পারেননি এশিয়া কাপেও।


আসন্ন বিশ্বকাপের আগে শেষবার নিজেকে ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন দেশসেরা ওপেনার। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও। 

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। নিউজিল্যান্ড সিরিজে ভালো করলে তার জন্যও খুলে যেতে পারে বিশ্বকাপে খেলার দরজা।


দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান। সৌম্য ইমার্জিং এশিয়া কাপে খেলেছেন। 


তবে সেখানে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন তিনি। তাকেও সুযোগ দেয়া হয়েছে। সোহানের অন্তর্ভূক্তি কিছুটা চমকের মতোই।


এদিকে এশিয়া কাপে হুট করে লিটন দাসের বিকল্প হিসেবে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় নিউজিল্যান্ড সিরিজেও নিজের জায়গা ধরে রেখেছেন। দলে আছেন এশিয়া কাপে খেলা শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবও।

বাংলাদেশ স্কোয়াড-

​লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, 


শেখ মেহেদী, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তানজিদ তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ।


Previous Post Next Post