বিসিবিতে সাকিব, সালাহউদ্দিন,সভাপতি পাপন জরুরি বৈঠক, একাধিক নতুন সিদ্ধান্ত

 বিসিবিতে সাকিব, সালাহউদ্দিন,সভাপতি পাপন জরুরি  বৈঠক, একাধিক নতুন সিদ্ধান্ত





বিশ্বকাপ শেষে যুক্তরাষ্ট্রে তার পরিবারের কাছে ফিরে যান সাকিব। সেখানে কয়েকদিন ছুটি কাটিয়ে গতকাল সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন টাইগার ক্যাপ্টেন।


আজ বুধবার বিসিবিতে আসেন সাকিব। শেরে-ই বাংলায় আসার পর শুরুতে ক্রিকেট অপারেশন্স রুমে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। 


বিসিবি সূত্রে জানা গেছে, সাকি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করবেন।


মিরপুরে মোসাদ্দেক হোসেন সৈকত ও এনামুল হক বিজয়ের সঙ্গেও দেখা গেছে সাকিবকে। একই দিন বিসিবিতে দেখা গেছে কোচ সালাহউদ্দিন কে। 

গুঞ্জন সোনা যাচ্ছে বিসিবির জরুরী বৈঠকে আসতে পারে একাধিন নতুন সিদ্ধান্ত।

Previous Post Next Post