বিসিবিতে জরুরি বৈঠক, কোচ হাথুরুকে নিয়ে সহ একাধিক নতুন সিদ্ধান্ত
বিশ্বকাপের পর আরেকটি সিরিজের মুখোমুখি বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হবে আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে এখন পর্যন্ত বিসিবির কোনো আনুষ্ঠানিক পর্যালোচনা হয়নি। কোচ, অধিনায়ক বা টিম ম্যানেজমেন্টের সঙ্গে এ নিয়ে এখনও আলোচনা করেনি বোর্ড।
আসলে আসন্ন বোর্ড সভার জন্য সব আলোচনা বন্ধ করে দিয়েছে বিসিবি। চলতি মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠক হবে, যেখানে আলোচনার মূল বিষয় হবে বিশ্বকাপে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্স।
তবে সেই বোর্ড সভার আবহ সঙ্গীত ইতিমধ্যে বাজতে শুরু করেছে। জানা গেছে, কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকে তোপ দাগাতে এককাট্টা বিসিবির বেশির ভাগ পরিচালক। দল গঠন থেকে শুরু করে ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন, বিশ্বকাপে বড় ব্যর্থতার মূল দায় চাপিয়ে দিচ্ছেন কোচের ওপর।
বোর্ড মিটিংয়ে অবিলম্বে কোচ পরিবর্তনের দাবি উঠতে পারে। তবে, ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়া এত সহজ বলে মনে করা হচ্ছে না। চুক্তির মাঝখানে তাকে অপসারণ করা হলে তাকে ভারী ক্ষতিপূরণ দিতে হবে। তবে এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসানের মনোভাব এখনো স্পষ্ট নয় পরিচালকদের কাছে।
বিশ্বকাপের পর হাথুরুসিংহে ঢাকায় দলের সঙ্গে কয়েকদিন ছিলেন। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে নিউজিল্যান্ড সিরিজের আগে গতকাল ফিরেছেন তিনি। আঙুলের চোটে বিশ্বকাপের আগেই ফিরেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে কয়েকদিন থাকার জন্য তিনিও ঢাকা ছেড়েছেন। গতকাল সকালে তিনি ঢাকায় ফিরেছেন। বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে বিসিবি সভাপতি এখনো আনুষ্ঠানিকভাবে তাদের কারও সঙ্গে কথা বলেননি, যা আশ্চর্যজনক!
এটা বিস্ময়কর কারণ বিসিবি সভাপতি সাধারণত দ্বিপাক্ষিক সিরিজের পর কোচ-অধিনায়কদের নিয়ে রিভিউ মিটিং করেন, ফলাফল ভালো হোক বা খারাপ হোক। আর এটা বিশ্বকাপ! তবে এখন পর্যন্ত বোর্ডে বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনা না হওয়ার একটি বড় কারণ হলো জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসানের ব্যস্ততা।
তবে কোচের প্রতি অন্যান্য পরিচালকদের মনোভাব এখনও তার অজানা থাকার কথা নয়। পরিচালনা পর্ষদের বৈঠকে সবার আনুষ্ঠানিক মতামত নিয়ে বিসিবি সভাপতি এ বিষয়ে করণীয় ঠিক করবেন বলে মনে করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তার কথাতেও কাল মিলেছে সে আভাস, ‘বিশ্বকাপে আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স, কোচিং স্টাফ সদস্যদের পারফরম্যান্স, বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন—এ রকম অনেক কিছু নিয়েই বিতর্ক হচ্ছে। এসব কেন হলো, তা নিয়ে আমরা বোর্ড সভায় কথা বলব।’ কোচের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘নিশ্চয়ই কোচও একটা রিপোর্ট দেবেন। সেটা দেখার পরই হয়তো তাঁর সঙ্গে আলোচনা হবে।’
ওদিকে দুই টেস্টের সিরিজ খেলতে কাল রাতেই ঢাকায় চলে এসেছে নিউজিল্যান্ড দলের একটি অংশ। ফ্লাইট বিলম্বের কারণে বাকিদের এসে পৌঁছানোর কথা আজ সকালে। বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলই আজ সিলেটে চলে যাবে। কাল থেকে সেখানেই হবে সিরিজের অনুশীলন। আগামী ৬ ডিসেম্বর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
আঙুলের চোটের কারণে এই সিরিজে খেলছেন না সাকিব। সিরিজ থেকে ছুটি নিয়েছেন টেস্ট দলের সহ–অধিনায়ক লিটন দাসও। তাঁদের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন। সাকিবের অবশ্য নির্বাচন নিয়েও ব্যস্ততা আছে। আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। কাল সকালে ঢাকায় এসে বিকেলেই আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে জমা দিয়েছেন তিনটি আসনেরই মনোনয়ন ফরম।