অবিশ্বাস্য এবার আইপিএলে একই দলে রিশাদ ও মুস্তাফিজ

 অবিশ্বাস্য  এবার আইপিএলে একই দলে রিশাদ ও মুস্তাফিজ





আইপিএল নিলামে অবশেষে উঠল কোনো বাংলাদেশির নাম। তবে ডাক পেলেও আনসোল্ড বা অবিক্রিত থেকে গেছেন মুস্তাফিজুর রহমান।


 এমনকি গত আসরের দল চেন্নাই সুপার কিংসও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি। এদিকে প্রথমবার নাম দিয়ে অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনও। 


তাই একসাথে অবিক্রিতদের দলেই থেকে গেলেন ফিজ ও রিশাদ।


কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ গত আসরে একাধিকবার পেয়েছিলেন পার্পল ক্যাপ। অথচ এবার তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউই। এর আগে আরও চারটি দলের হয়ে আইপিএল খেলা হয়েছে ফিজের। 


তবে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালস কিংবা নতুন কোনো দল- কেউই এবার তার জন্য বিড করেনি।


এদিকে ৭৫ লাখ ভিত্তিমূল্যের রিশাদ হোসেনকে নিয়েও কোনো দল আগ্রহ দেখায়নি। মুস্তাফিজ-রিশাদের মতো অবিক্রিত থেকে গেছেন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, আদিল রশিদ, বেন ডাকেট, ডিওয়াল্ড ব্রেভিসের মতো ক্রিকেটার। 


Previous Post Next Post