ভিন্ন দলে আবারও পেস বোলিং কোচের দায়িত্ব পেলেন অ্যালান ডোনাল্ড
বিশ্বকাপের পরপরই বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অ্যালান ডোনাল্ড।
বিসিবি চুক্তি নবায়ন করতে চাইলেও আগ্রহ দেখাননি ডোনাল্ড। যার ফলে বাংলাদেশের ক্রিকেটে শেষ হয়েছে ডোনাল্ড অধ্যায়।
বাংলাদেশের দায়িত্ব ছেড়ে এবার নিজেদের দেশের ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিয়েছেন অ্যালান ডোনাল্ড।
সেখানে নিজের স্বদেশী এবং বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে পাচ্ছেন ডোনাল্ড। ডমিঙ্গো থাকাকালীনই বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন ডোনাল্ড।
বাংলাদেশের সমর্থক এবং ক্রিকেটারদের মাঝে তুমুল জনপ্রিয় পেস বোলিং কোচ ডোনাল্ড এবার ফিরেছেন নিজ দেশের ক্রিকেটে।
ডোনাল্ডের নিয়োগের বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেছে লায়ন্স।
লায়ন্সের কোচিং স্টাফে আরেক প্রোটিয়া হাশিম আমলাকেও পাচ্ছেন ডোনাল্ড। দলটির ব্যাটিং কোচের দায়িত্বে আছেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ওপেনার।
ডমিঙ্গো, আমলার সাথে ডোনাল্ড মিলে বেশ হেভিওয়েট এক কোচিং স্টাফই গঠন করেছে লায়ন্স।
তথ্যসংগ্রহ: bdcrictime